এমন ছোট ছোট কিছু তথ্য আছে যা আমাদের হঠাৎ প্রয়োজন হয়। এরকম একটি হলো নিজের জাতীয় পরিচয় পত্র দিয়ে কয়টা সিম রেজিষ্ট্রেশন আছে তা জানা।
মোবাইল ফোন থেকে ডায়াল করুন- *16001#এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের শেষ চার ডিজট টাইপ করতে বলবে। সঠিক নাম্বার দিয়ে অপেক্ষা করুন। ফিরতি মেসেজে দেখাবে কয়টা সিম রেজিষ্ট্রেশন করা আছে। তবে সেখানে একটা মোবাইল নাম্বারের সবগুলো ডিজিট দেখাবে না। নিরাপত্তার স্বার্থে মধ্যখানের কয়েকটা ডিজিট ছাড়া প্রথম এবং শেষ ডিজিটগুলো দেখাবে।
আরো পড়ুন:
- ডিজিটাল মুদ্রার যুগ: ক্রিপ্টোকারেন্সি ও বিটকয়েন
- বিমানে কেন মোবাইল ফোনে ফ্লাইট মোড চালু করতে হয়
- MNP কী? কীভাবে মোবাইল নাম্বার ঠিক রেখে অন্য অপারেটরের সুবিধা নেবেন?
- Demystifying Computer Operating Systems: A Comprehensive Guide to Understanding the Backbone of Computing
- Exploring the Power of AI: Unveiling the Capabilities of ChatGPT in Human-like Conversations
আপনি চাইলে এক ডায়ালেও জানতে পারবেন। তারজন্য ডায়াল করুন- *16001* last 4 digit of nid#এর মানে *16001* এরপর NID নাম্বারের শেষ ৪ ডিজিট টাইপ করে # দিয়ে শেষ করে ডায়াল করুন। যেমন *16001*1234#